প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৭:৫৫
ইসলাম ও মসজিদ সম্পর্কে কটুক্তি করায় উত্তেজনা
মতলব মডেল সপ্রাবির শিক্ষিকার ক্ষমা প্রার্থনা, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ

১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরে ৫ম শ্রেণির সুরমা শাখায় দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে ইসলাম ধর্ম ও মসজিদ নিয়ে কটুক্তি করায় বুধবার (১৩ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদে গিয়ে ক্ষমা চাইলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চন্দনা রাণী ঘোষ।
জানা যায়, ওই বিদ্যালয়ে গত মঙ্গলবার বাংলা ক্লাসে শ্রেণি পাঠদানের সময় দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ও দেবাশীষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ তাকে 'চাড়াল' বলে। এ কথায় দেবাশীষ শিক্ষিকা চন্দনা রানী ঘোষের কাছে বিচার দেয়। শিক্ষিকা চন্দনা রানী সকল শিক্ষার্থীর সামনে ইসলাম ধর্ম, মসিজদ ও মুসলমানদের নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেন। শিক্ষার্থীরা বিকেলে গিয়ে অভিভাবকদের জানালে এ নিয়ে ইমাম ওলামা ঐক্য পরিষদসহ তৌহিদী জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একত্রিত হন। শিক্ষার্থী, অভিভাবক ওই শিক্ষিকার বক্তব্য শুনেন। নিজের ভুল বুঝতে পেরে ওই শিক্ষিকা ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কটু কথা বলবেন না বলে স্বীকারোক্তি দেন। এছাড়াও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্যে ইউএনও সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষিকার বক্তব্য শুনেছি। প্রাথমিকভাবে শিক্ষিকা সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। শিক্ষার্থীদের যার যার ধর্ম সঠিকভাবে পালনসহ ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ, মতলব বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি গোলাম সারওয়ার ফরিদিসহ তৌহিদী জনতা, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।