প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২০:২৩
সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদের জামিন লাভ

কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ জামিনে মুক্ত হয়েছেন । বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেল পাঁচটায় তিনি চাঁদপুর জেলা কারাগার থেকে বের হন। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি ঢাকার কদমতলী থানায়, অপরটি চাঁদপুর সদর মডেল থানায়।
|আরো খবর
চাঁদপুর মডেল থানার মামলায় তিনি তিনদিন রিমান্ডে ছিলেন। ৫ জুলাই তিনি চাঁদপুর মডেল থানার মামলায় জামিন পান। কদমতলী থানার মামলার কারণে তিনি বের হতে পারেননি। জেলা কারাগার সূত্রে জানা যায়, ১৩ আগস্ট ২০২৫ খ্রি. সকালে নাছির উদ্দিন আহমেদের মুক্তিনামা ঢাকা সিএমএম কোর্ট থেকে চাঁদপুর জেলা কারাগারে এসে পৌঁছে। তিনি ঢাকা কদমতলী থানার একটি মামলায় চাঁদপুর জেলা কারাগারে আটক ছিলেন। অন্য কোনো বাধা না থাকায় তিনি মুক্তি পান। নাছির উদ্দিন আহমেদকে এ বছরের ২ জুন সকালে ঢাকা থেকে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করে। টানা ২ মাস ১১ দিন কারাবাসের পর তিনি মুক্তি পান।