প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২২:৫৭
রায়পুরে যানজট নিরসনে ৩১ হাজার টাকা জরিমানা

রায়পুর পৌর শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুরে শহরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ওসমান চত্বরে (ট্রাফিক মোড়) চলেছে এই অভিযান।
|আরো খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় সিএনজিসহ বিভিন্ন গাড়ি থেকে ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ফুটপাত দখলে ৮ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, শহরের রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানা থেকে পৌরসভা পর্যন্ত দু পাশের অর্ধেক করে দোকানদারদের মালামাল, সিএনজি, অটোরিক্সা, অটোবাইক, ভ্যান দখলে করে তীব্র যানজট সৃষ্টি করে। পৌর প্রশাসন মাঝে-মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করলেও তা' সবসময় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যার ফলে তীব্র যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলা দায়ের করে ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৮ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, দখলমুক্ত রাখতে বেশ ক'টি অভিযান করা হয়। কিন্তু কোনো সফলতা না পাওয়ায় ফের জরিমানা বৃদ্ধি করে গাড়ি প্রতি ৫ হাজার টাকা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।