প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২২:২১
মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

মতলব উত্তর উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক চাঁদপুর-২ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
|আরো খবর
বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে উপজেলার উত্তর পাঁচআনী মানসুরিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি
মাওলানা নজরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল বাতেন মাজিদীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক, চাঁদপুর-২ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মতলব উত্তর জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা ইসমাইল ফতেহপুরী, মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ মাওলানা আ. রহমান, মুফতি হারুনুর রশিদ, হাফেজ শামিম আহমদ, মাওলানা আ. কাদের, হাফেজ সালেহ আহমদ, ছাত্র নেতা মাওলানা ইমরান সরকার প্রমুখ।