শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০

এ যেন ‘বজ্রের মতো কঠোর কুসুমের মতো কোমল’

এ যেন ‘বজ্রের মতো কঠোর কুসুমের মতো কোমল’
অনলাইন ডেস্ক

আমাদের দেশে সরকারের বিভিন্ন দপ্তরে এখন ভিনদেশিরা কর্মকর্তা হবার সুযোগ নেই। কারণ, দেশটি এখন স্বাধীন। পরাধীন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে ভিনদেশি কর্মকর্তাদের নিয়োগ ছিলো এবং দাপটও ছিলো। তারা সরকারের নিয়ম বা বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে বজ্রের মতো কঠোরই ছিলেন। যেই কথা বলতেন, সেটাই করতেন। এতে নির্মমতা ও শোষণের লক্ষণ ফুটে উঠতো। এখন স্বাধীন দেশের অধিকাংশ কর্মকর্তা সংগত/অসংগত নানান কারণে সরকারের নিয়ম ও জনস্বার্থ রক্ষাকারী অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে বজ্রের মতো কঠোর হতে পারেন না। যদি কেউ বেশি কঠোর হতে গেলো তো, তাহলে ছায়াছবিতে দৃশ্যায়িত চিত্রের ন্যায় তার কপালে নেমে আসে দুর্দশা। মানববন্ধন, বিবৃতি, জনপ্রতিনিধির কান ভারী করা, অভিযোগ, বদলি, বরখাস্ত ইত্যাদি পদ্ধতির হয়রানি তার কপালে জোটে নিশ্চিত। এমন পরিণতির কথা পূর্বসূরিদের কাছ থেকে শুনে/জেনে আগাম সাবধান হতে গিয়ে অনেক সরকারি কর্মকর্তাই সরকারি নিয়ম ও বিভিন্ন সভার সিদ্ধান্ত বাস্তবায়নে কৌশল অবলম্বন করেন, আবার সুবিধাবাদী চরিত্রের কেউ কেউ তো কুসুমের মতো কোমল হয়ে যান।

চাঁদপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদীর দু তীরে বিশেষ করে উত্তর তীরে পর্যাপ্ত ফোরশোর ল্যান্ড আছে। দেশ স্বাধীন হবার পর জোয়ারে প্লাবিত হওয়া এই ল্যান্ড বা নিচু জায়গা ভরাট বা উঁচু করে অবৈধ স্থাপনা নির্মাণ যে শুরু হয়েছে কিংবা নানারূপী দখলদারিত্ব যে চলছে, তা কি বন্ধ হয়েছে বা বন্ধ করতে পেরেছে কেউ? জেলা পর্যায়ের কতো সভায় ফোরশোর ল্যান্ডের অবৈধ দখলদারিত্ব উচ্ছেদে যে কতো কঠোর সিদ্ধান্ত হয়েছে, অথচ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কঠোরতা শেষ পর্যন্ত নানাভাবে কোমলই হয়ে গেছে। চাঁদপুর শহরের সড়কগুলোতে যানজটের অন্যতম কারণ ফুটপাতে ও মূল সড়কের পাশে যে অবৈধ দখলদারিত্ব এবং সেগুলো উচ্ছেদের কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে যে মিলতে পারে সমাধান, তাও সংশ্লিষ্টদের কোমলতায় ভেস্তে গেছে বারবার।

এমন বাস্তবতায় গত সোমবার চাঁদপুর কণ্ঠে চোখে পড়লো একটি শীর্ষ সংবাদ। শিরোনাম হয়েছে : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : এসবি খালসহ সরকারি খালগুলো পুনরুদ্ধারে কঠোর সিদ্ধান্ত। সংবাদের গর্ভে শিরোনামের অনুকূলে নেই বিশদ বিবরণ। শুধু লেখা : চাঁদপুর শহরের এসবি খালসহ পাঁচটি খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগকে উদ্যোগ নিতে হবে। অতীতে এমন সিদ্ধান্ত বারবার গৃহীত হয়েছে। কিন্তু বাস্তবায়নের বিষয়টি কোমলতার কারণে হোক কিংবা অন্য কারণে হোক অনেকটা যূপকাষ্ঠে বলি হয়েছে। আমরা চাই, এবারের সিদ্ধান্তটি তা-ই না হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়