শুক্রবার, ২৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৭:৪২

হাইমচরে পুকুরে ডুবে ভাই-বোনের যুগল মৃত্যু

অনলাইন ডেস্ক
হাইমচরে পুকুরে ডুবে  ভাই-বোনের যুগল মৃত্যু

হাইমচরে পুকুরে ডুবে ভাই-বোনের যুগল মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ৯টায় চরভৈরবী ইউনিয়নের পাড়াবগুলা গ্রামে এ করুণ ঘটনা ঘটে। দুর্ভাগা এই দুই শিশু হলো : ওই গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে সাদিয়া (২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টায় দুই ভাই-বোন খেলাধুলা করতে ঘরের বাইরে চলে যায়। এ সময় তাদের মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে তারা ঘরের পার্শ্ববর্তী পুকুর পাড়ে চলে যায়।

সন্তানদের দেখতে না পেয়ে মা খোঁজ করতে থাকেন। কিছু সময় পর তাদের পানিতে ভাসতে দেখে চিৎকার করেন মা। বাড়ির লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসক অমিত কুমার সরকার জানান, পানিতে পড়া দুই শিশুকে পরিবারের লোকজন হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সূত্র : সময় টিভি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়