বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩

হাজীগঞ্জে পূজামণ্ডপের প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে পূজামণ্ডপের প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জের পূজামণ্ডপগুলোর প্রস্তুতি দেখতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এদিন তিনি হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিদর্শনে আসলে তাঁকে স্বাগত জানান উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজামণ্ডপ পরিচালনা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।

মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকারের নির্দেশনা মেনে প্রশাসন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে এবং বিকল্প বিদ্যুতের ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখতে হবে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক, আনসার ও পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করবে। পাশাপাশি সেনাবাহিনী মাঠে থাকবে।

এর আগে এদিন উপজেলা ই-সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন হাজীগঞ্জের জুলাই আহতদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়