বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা

সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে

----শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম॥
সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি এবং পৌর ও সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ও সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এ বছর দুর্গাপূজা চ্যালেঞ্জিং। আগামী নির্বাচন যেনো সুন্দরভাবে না হতে পারে, ফ্যাসিবাদী দোসররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে কিছু জনবিচ্ছিন্ন দল। যারা 'পিআর পিআর' করে ব্যস্ত। তারা যে জনপ্রিয় দল না, তারা সেটা ভালো করেই জানে।

তিনি আরো বলেন, তারেক রহমান দুর্গাপূজা বিষয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। এবারের পূজায় সবাইকে চোখ-কান খুলে এবং সর্বোচ্চটা দিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। কিছু লোক বিএনপির বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছ। প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক। পূজামণ্ডপে অপরিচিত লোক আনাগোনা করছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। কেউ যাতে হট্টগোল করতে না পারে নজর রাখতে হবে।

জেলা বিএনপির পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো হলো : জেলা বিএনপির পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে ৪ দিনের জন্যে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। কন্ট্রোল রুমে সার্বক্ষণিক লোকজন দায়িত্বে থাকবেন। কোনো স্থানে কিছু হলে কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেয়া হবে। পূজা উপলক্ষে জেলা বিএনপির পরিদর্শন টিম গঠন করা হবে। সেই টিম বিভিন্ন উপজেলায় মণ্ডপ পরিদর্শন করবে। পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক স্থাপন করতে হবে। দুর্গাপূজা নিয়ে কোনো অবহেলা করা যাবে না।

বিকেলের সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও হুমায়ুন কবির প্রধান।

উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সেলিম, মতলব দক্ষিণ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর ইসলাম সাগর, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. এ কে আজাদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, শাহরাস্তি পৌর সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, কচুয়া পৌর বিএনপি আহ্বায়ক হাবিব উল্যাহ হাবিব প্রমুখ।

সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

বক্তারা বলেন, শেখ হাসিনা হিন্দুস্থানে বসে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়াও ধর্ম ব্যবসায়ী ইসলামী দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে ষড়যন্ত্র করছে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকেও নাশকতা সৃষ্টি হতে পারে। বিএনপির পক্ষ থেকে দুর্গাপূজা বিষয়ে কঠিন নির্দেশনা দেয়া হয়েছে। সবাইকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌর বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়