বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

ফরিদগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক এ আইন লঙ্ঘনজনিত অপরাধে ফরিদগঞ্জ বাজারের আউয়াল সুইটসকে ৫ হাজার টাকা, বাহার ডেন্টালকে ৫ হাজার টাকা, সৌদিয়া ফার্মেসীকে ১০ হাজার টাকা, ওয়ান স্টার হোটেলকে ১০ হাজার টাকা, বনফুল ফাস্টফুডকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশ সেনাবাহিনীর ফরিদগঞ্জ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় অভিযানকালে ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেনো এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে সেজন্যে তাদেরকে আইনগত হুঁশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর-এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়