বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

লক্ষ্মীপুরে ১ বছরে গ্রাম আদালতে ১৬০৫টি মামলার নিষ্পত্তি

লক্ষ্মীপুরে ১ বছরে গ্রাম আদালতে ১৬০৫টি মামলার নিষ্পত্তি
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর থেকে

লক্ষ্মীপুর গ্রাম আদালতে জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত ১ বছরে ১৮১০ টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৬০৫ মামলার নিষ্পত্তি করা হয়েছে। মামলা দায়েরের ক্ষেত্রে পুরুষ ৯৯৭ এবং নারী ৬০৮ জন। গ্রাম আদালতের মাধ্যমে ৭৮৮ টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে ২৭ লাখ ৪৬ হাজার টাকা ৫০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা জজ আদালত থেকে ৪৯টি মামলা গ্রাম আদালতে প্রেরণ হয়।

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই সব তথ্য উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার অন্তু চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামজেদ আলম রানা, ইউএনডিপি প্রতিনিধি শাহাদাত হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক খ. ম. আবেদ উল্লা, উপজেলা সমন্বয়কারী (সদর) মো. ইমরান সিকদার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় আরও জানান, গত ১ বছরে লক্ষ্মীপুর জেলার ৫৮ টি ইউনিয়ন সমূহের কর্মদক্ষতা মূল্যায়ন করে দেখা যায়, ৩০টি ইউপি ভাল, ১৭ টি ইউপি মধ্যম ও ১১ টি ইউপি দুর্বল অবস্থানে রয়েছে। গ্রাম আদালত সক্রিয় করে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার নিশ্চিত করতে জনপ্রতিধিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়