প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮
বেহাল সড়ক, ড্রেনেজ ব্যবস্থা নেই, পানির কষ্ট
নামেই প্রথম শ্রেণির রায়পুর পৌরসভা

Lকাগজ-কলমে রায়পুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিকরা পাচ্ছেন না সেবা। অধিকাংশ রাস্তাই বেহাল। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় কঠিন জলাবদ্ধতা। সম্প্রতি ট্রাফিক মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কয়েক জায়গায় কংকর দিয়ে ভরাট করলেও বৃষ্টিতে সব শেষ। হায়দরগঞ্জ সড়কটি প্রায় ওয়ার্ডগুলোতে নেই রাস্তার লাইট, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। দৃশ্যমান কোনো উন্নয়ন নেই গত তিন বছর। লোডশেডিংয়ের কারণে বিশাল জলাধারায় পানি তুলতে না পারায় পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ পানি। গ্রাহকদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। প্রায় ১০ বছর আগে পৌর শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নিলেও ফাইল ডুবে রয়েছে অন্ধকারে। পৌরসভার বাহির এলাকায় মডেল মসজিদের কাজ চলছে খুবই ধীর গতিতে এবং মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ বন্ধ রয়েছে ২ বছর।
অপরদিকে, পৌরসভা কার্যালয়ের সামনে ম্যানহোলের ঢাকনা নেই গত ১৫ দিন। সড়কের কয়েকটি স্থানে ম্যানহোল ও ড্রেনের উপরের ঢাকনাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। টিএন্ডটি সড়কসহ অধিকাংশ রাস্তায় সড়কবাতি নষ্ট থাকায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশেই বাসিন্দাদের পথ চলতে হচ্ছে। এতে বাড়ছে চুরি-ছিনতাইসহ ভয়াবহ মাদক আগ্রাসন ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। শহরের ফুটপাতগুলো অবৈধ দখলে। সড়কের দু পাশ দখল করে ভাসমান স্থায়ী-অস্থায়ী দোকানপাট গড়ে তোলা হয়। এসব ঘিরে রাজনৈতিক দলের নেতাদের নীরব চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শহরের ট্রাফিক মোড় থেকে নতুন বাজার ও পুরাতন শহীদ মিনার পর্যন্ত যত্রতত্র পার্কিং হচ্ছে বলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে।
রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় ৫ হাজার অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়মিত চলাচল করছে। গত ১৫দিনে পৌরসভার প্রশাসকের নির্দেশনায় আনসার ও পৌরসভার কর্মচারিরা ২২০টির মত অবৈধ অটোরিকশা আটক ও লাইসেন্স প্রদান করে। দুদিন আগে অটোরিকশা থেকে ১০ টাকা করে টোল আদায় বন্ধ করে বছরে তিন হাজার টাকা করে নিচ্ছে পৌরসভা। এসব নিষিদ্ধ যানবাহনের অদক্ষ চালকদের কারণে যাত্রী ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের দু পাশে পণ্যবাহী ট্রাক ও পিকআপের অবৈধ পার্কিংয়ের কারণ ও অটোরিকশার দৌরাত্ম্যে যানজট সৃষ্টি হচ্ছে। যত্রতত্র ও ডোবায় ময়লা-আবর্জনার কারণে মশার প্রজননক্ষেত্র বাড়ছে ও যেন মশার প্রজননক্ষেত্র (হাসপাতাল)। সামান্য বৃষ্টি হলেই নিচু রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র পার্কিং করে রাখায় জরুরি যানবাহন চলাচলের সমস্যা হয়। ফুটপাতগুলোতে কাঁচাবাজারসহ বিভিন্ন দোকানপাট থাকায়, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলেন সংশ্লিষ্টরা। সড়কের ড্রেনগুলো ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার না করার দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছে।।
শহর এলাকার কতিপয় প্রভাবশালী মহল, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনকে ম্যানেজ করে সড়ক ও ফুটপাতগুলো দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ট্রাফিক মোড় থেকে পৌরসভার কার্যালয় পর্যন্ত ফুটপাত দিয়ে খাবার হোটেল, ফলের দোকান, মিষ্টির দোকান, ও চাউলের আড়ত গড়ে উঠেছে। এতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহতসহ প্রতিদিন পথচারীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে দোকান বসানো হচ্ছে।
সচেতন মহলের অভিযোগ, গত ৩০ বছর ধরে নানা অনিয়ম ও সমস্যায় জর্জরিত পৌরসভা। গত তিন বছর পৌরসভায় দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততোদিন এ সমস্যাগুলো সমাধান এবং অনিয়ম ও দুর্নীতি দূর হবে না। দেশের অবস্থাই তো এখন খারাপ যাচ্ছে। পৌরসভা নিয়ে লিখলে কি আর তাড়াতাড়ি সমাধান হবে?
টিএন্ডটি সড়ক ও পীর ফজলুল্লাহ সড়কের এলাকার বাসিন্দা স্বপন পাটোয়ারী ও মনির হোসেন বলেন, পৌরসভার রায়পুর ট্রাফিক মোড় থেকে নর্দমা এলাকা, পৌরসভার মহিলা কলেজ, টিএন্ডটিসহ প্রায় সব সড়ক খুবই বেহাল। এছাড়াও পর্যাপ্ত সড়কবাতি না থাকায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে চলতে হয়। ড্রেনেজ ব্যবস্থা নেই, পানির কষ্টসহ নানা সমস্যায় জর্জরিত রায়পুর পৌরসভা। কে দেখবেন??
নাগরিক সেবাগুলোর কার্যক্রম চলছে নির্বিঘ্নে। এক্ষেত্রে জন্মসনদ, মৃত্যুসনদ, বৈবাহিক সনদ, ওয়ারিশান সনদসহ সাধারণ নাগরিকসেবা কার্যক্রম চলছে পৌরসভার নিয়ম অনুযায়ী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, শহরে ম্যানহোলের ঢাকনা ও সড়কবাতি চুরির সংবাদ এখন পর্যন্ত পাইনি। তবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা তৎপর আছি। মাঝে মাঝে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনকে সহযোগিতা দেয়া হচ্ছে।। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
রায়পুর পৌরসভার প্রশাসক (ইউএনও) ইমরান খাঁন সমস্যাগুলো স্বীকার করে বলেন, অনিয়ম বন্ধ ও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রায় সময় অভিযান পরিচালনা করছি। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাই।।