বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৫

ফরিদগঞ্জের রূপসায় নানা অভিযোগে যুবককে শায়েস্তা

এমরান হোসেন লিটন।।
ফরিদগঞ্জের রূপসায় নানা অভিযোগে যুবককে শায়েস্তা

ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ বটতলা এলাকায় গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সোহেব নামে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

​মারধরের শিকার যুবক সোহেব দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, তার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে এই মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন এবং সোহেবের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন।

​সোহেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও ​স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোহেব কেবল একজন মাদকাসক্তই নয়, বরং এলাকার ত্রাস হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি মেয়েকে নিয়ে বাড়ি ভাংচুর এবং সম্প্রতি আরেকজনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো তার সন্ত্রাসী চরিত্রের প্রমাণ। সোহেবের এমন কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকে।

​ঘটনার বিষয়ে এলাকাবাসীর মধ্যে বক্তব্য দিতে গিয়ে খলিল, মাহি এবং রনি জানান, সোহেব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে আবুল বাশারকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তারা আরও বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে সোহেব বিভিন্ন স্থান থেকে বহিরাগত লোকজন নিয়ে এসে গোলযোগ সৃষ্টি করছে। স্থানীয় জনগণও এ ধরনের মিথ্যা অভিযোগ এবং সোহেবের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

​এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত এ বিষয়ে তদন্ত করে সোহেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, এতে ভবিষ্যতে এমন মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এলাকা রক্ষা পাবে এবং নিরীহ মানুষের সম্মান সুরক্ষিত থাকবে।

তবে যুবক সোহেব বলেন, খলিল আমার মৃত মাকে নিয়ে গালিগালাজ করেছে, যার কারণেই আমি খলিলের উপর চওড়াও হয়েছি। এছাড়া এলাকাবাসী মাদকের বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা মিথ্যা কথা বলে দাবি করেন সোহেব। এছাড়া সোহেব খলিলের বাসায় এক আত্মীয় আসাকে কেন্দ্র করে ভুলবশত খারাপ মন্তব্য করার জন্যে দুঃখ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়