বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাথে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) তিনটায় কনসাল জেনারেলের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও পর্যটন শিল্প সম্পর্কে সৌদি নাগরিকদের কাছে বেশি বেশি প্রচার করতে হবে। বাংলাদেশের গার্মেন্টস, ফুড বেভারেজ, পাটজাত পণ্য, লেদার সামগ্রী ও ঔষধ শিল্প সম্পর্কে প্রচারের মাধ্যমেই রপ্তানিযোগ্য পণ্যের বিপুল উৎসাহ যোগাতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় তিনি প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, আমার প্রধান লক্ষ্য প্রবাসীদের সেবা করা, তাদের সমস্যা সমাধান করা, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে প্রাবাসীরা আমার কাছে আসতে পারবেন, আমি তাদের সেবা দিতে প্রস্তুত। ‎মতবিনিময় সভায় সৌদি আরবে প্রাবাসীদের নানান সমস্যা বিশেষ করে সৌদি আরবের জেলে থাকা বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রাবাসীদের মরদেহ দেশে প্রেরণ ও কনসুলেট সেবা নিতে আসা প্রবাসীদের দ্রত সেবা নিশ্চিত করার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর, কনস্যুলার উইং এ এস এম সায়েম, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জল, সিনিয়র যূুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী, সৈয়দ আহম্মদ, এ আর নোমান, আনোয়ার হোসেন রাজু, জামাল উদ্দিন স্বপন, সাহদাৎ হোসেন সুজন ও শামিম আহম্মেদ।

‎এ সময় মান্যবর কনসাল জেনারেল মনোযোগ দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের কথা শোনেন এবং সমস্যাগুলো তিনি বাস্তবায়নের আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎকালে তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান। ‎পরিশেষে সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়