শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২

কচুয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ
কচুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে কচুয়া উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পৌরসভার কড়ইয়া দুর্গা মন্দির ও কোয়া পোদ্দার বাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও প্রতিমা তৈরির বিষয়ে খোঁজ নেন। সিসি ক্যামেরার পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্যে নিরাপত্তা কর্মী নিযুক্তকরণের জন্যে মণ্ডপ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যেন সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব সম্পন্ন হয় সেই আশাবাদ ব্যক্ত করেন এবং পূজা উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানান।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রিয়তোষ পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী মানিক ভৌমিকসহ অন্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়