শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫

ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন

সভাপতি আব্দুল্লাহ আল সিয়াম, সেক্রেটারি জহিরুল ইসলাম জিহাদ

অনলাইন ডেস্ক
ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন
ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান তোহা।

২০২৫-২৬ সেশনের জন্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সহযোগী সদস্য সমাবেশে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

সমাবেশে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল সিয়াম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম জিহাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান তোহা। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। এ সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা হলো। আশা করি, তারা ইসলামী ছাত্র মজলিসের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।”

কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মী ও সহযোগী সদস্যরা উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়