প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫
মতলব পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে নতুন নেতৃত্ব বাছাই করা হচ্ছে। স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
|আরো খবর
তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আন্দোলন- সংগ্রামের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন। তেমনিভাবে গত ৫ আগস্ট আমরা তথা ছাত্র-জনতা সকলে একজোট হয়ে এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় এসেছে এদেশে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর। যারা বিগত ১৭ বছর নানা বৈষম্যের শিকার হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে টিএন্ডটি এলাকার বিএনপি’র কার্যালয়ে মতলব পৌরসভার আওতাধীন ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাদাত হোসেন অভির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামছুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্য অ্যাড. মো. হাসিব, সদস্য কাজী ফয়সাল। বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত হাবীব, যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী, ফখরুল ইসলাম রানা, শিপন মৃধা, মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক মিয়াজী, সফিউল, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল, শাহাদাত, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইব্রাহিম, মানিক রেজা, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সারোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হোসেন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল পাটোয়ারী, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল, বিল্লাল, সাগর প্রমুখ। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাখছেন আহ্বায়ক মাসুদ মাঝি। ছবি- রেদওয়ান আহমেদ জাকির