প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫
প্রস্তুতি দেখতে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন শারদীয় দুর্গাপূজার পূর্বপ্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সুন্দর সুস্থ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরের প্রধান প্রধান পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসক চাঁদপুর শহরের শ্রী শ্রী কালীমন্দির, গোপাল জিউর আখড়াসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা কমিটির সাথে সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে খোঁজখবর নেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কালীবাড়ি মন্দির উৎসব কমিটির আহ্বায়ক অ্যাড. প্রভাস সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, সদর উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষসহ অন্যরা উপস্থিত ছিলেন। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।