প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০
সুবিদপুরে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

'চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে' স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ মিজির সভাপতিত্বে ও সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কাজী সামছুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো. আশরাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরান হোসেন, কৃষকদলের নেতা মোশাররফ হোসেনসহ অনেকে।
|আরো খবর
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার এএসআই নাজমুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন, আরিফ হোসেন. রাসেল মোল্লা. জামিল মোল্লা, সোহাগ মোল্লাসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য সচেতন মহল।