শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

গন্তব্যহীন পথ

সজীব খান
গন্তব্যহীন পথ

সময় মানুষকে জীবনের সব পথ শিখিয়ে দেয়। তুমিও শিখেছো, শুধু শিখলাম না আমি। আজও বোকার মত আমি পুরানো তোমার শিখানো সেই পথেই হঁাটছি।

বিশ্বাস করো প্রিয়, আমি যখন তোমার দেখানো পথে হঁাটি, তখন মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি তোমার বুকে। অনুভবে চলে আসো তুমি। তোমার অস্তিত্ব আমাকে আলতো করে ছুঁয়ে যায়। তোমার এলোকেশের মৃদু ঘ্রাণ বাতাসের সাথে দোল খায় নিজের মতো করে। আমি তখন উন্মাদ হয়ে তোমাকে স্মরণ করে গেয়ে উঠি ‘ও প্রিয়া তুমি কোথায়’।

আজ আমি হঁাটতে শিখেছি, চলতে বুঝেছি। সেটাও তোমার কল্যাণে। এই যে দেখো সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে আজ আমি একা, বড়ই একা, নিঃসঙ্গ জীবনে কিছুই আমার চাওয়ার নেই। একাকীত্বকে অনুভব করে ঠেঁাটে জ্বলন্ত সিগারেট, চোখে কালো চশমা দিয়ে হেঁটে চলছি গন্তব্যহীন পথে। এইতো জীবন আমার, আছি বেশি ভালো।

সেই তুমি কেন এতো বদলে গেলে? একটা মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে, দুজন দুজনাকে সাথি করে বঁাচবো অনন্তকাল। আমিও তোমার সেই কথাকে পুঁজি করে পাড়ি জামাই দূর প্রবাসে। কারণ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, বেকার থেকে ভালোবাসা আমার কাছে মনে হয়েছে শুধুই ধূসর মরীচিকা। দেশে চাকরির বাজারে সংকট, আকাল থাকার কারণে চলে যাই নিজ মাতৃভূমি ছেড়ে। কয়েকটা বছর থেকে নিজের চলার মতো অর্থ উপার্জন করে স্বদেশে ফিরে এসে বঁাধবো তোমার সাথে ছোট্ট সংসার। সেই স্বপ্ন হৃদয় জমিনে বুনে চলে যাই।

জীবন যেখানে যেমন, সাজাও সেখানে তেমন, প্রবাস মানেই কষ্ট, এতো বেশি কষ্ট, যা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরও জীবন সাজাতে শতকষ্টকে জলাঞ্জলি দিয়ে তোমার ভালোবাসাকে আলিঙ্গন করে চলতে থাকে দিন গড়িয়ে মাস, মাসের পর বছর। মাঝে মাঝে শত ব্যস্ততার মাঝেও তোমাকে টেলিগ্রাম লিখতে ভুলিনি আমি, প্রথম দু-একটা চিঠির উত্তর তুমি দিলেও এরপর আর কোনো টেলিগ্রামের উত্তর পাইনি।

বিনয়ই মানুষকে বড় করে অহংকার মানষের পতন হয়, আমি বিনয়ী হয়ে তোমার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি। কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।

আজ মনে অনেক খুশি, প্রবাস জীবন শেষ করে ফিরবো নিজ গৃহে। কতদিন তোমাকে দেখিনি, দেশে ফিরেই তোমাকে দেখবো নয়ন ভরে, নতুন বাড়ি বানিয়েছি, সব কিছু নতুন, তোমাকে বিয়ে করে অনন্তকাল থাকবো একসাথে, মনে খুশির শেষ নেই, অনেক স্বপ্নের কথা মনে করে তাকে প্রবাস থেকে শেষ চিরকুট লিখলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়