শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৪

মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচার দোকান

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচার দোকান
মতলব উত্তরের পাঠানবাজারে দোকান পুড়ে ছাই।

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। গত ১৬ সেপ্টেম্বর রাতে পাঠানবাজারে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, পাঠানবাজার (সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন) নুসরাত মাইশা ফার্নিচার মার্টের প্রোপাইটর মো. ইব্রাহিম অন্যান্য দিনের মতো ঘটনার দিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজারের এক ব্যবসায়ী তাকে ফোন দিয়ে দোকানে আগুন লাগানোর ঘটনাটি জানায়। পরে তিনি এসে দেখেন আগুন দাউ দাউ করে জ্বলছে। বাজারে থাকা লোকজন ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার ফার্নিচার পুড়ে গেছে বলে জানান দোকানের মালিক মো. ইব্রাহিম। তবে কী থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

দোকান মালিক মো. ইব্রাহিম বলেন, আমি লোন করে এই দোকান দিয়েছি। মাসে মাসে আমার কিস্তি পরিশোধ করতে হয়। দোকান পুড়ে এখন আমি অসহায় হয়ে পড়েছি। এখন কীভাবে কিস্তির টাকা পরিশোধ করবো আর কীভাবে স্ত্রী-সন্তান নিয়ে বাঁচবো, উপায় খুঁজে পাচ্ছি না। তাই সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়