রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২২

কোনো নেতাকর্মীর সাথে আমাদের বিরোধ নেই, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চাই ---বিএনপি নেতা ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

মো. ফয়সাল আহমদ।।
কোনো নেতাকর্মীর সাথে আমাদের বিরোধ নেই, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চাই   ---বিএনপি নেতা ব্যারিস্টার মো. কামাল উদ্দিন
শাহরাস্তিতে বিএনপির ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে র‍্যালি।

শাহরাস্তিতে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দিন বলেছেন, বিএনপির কোনো নেতার সাথে আমাদের বিরোধ নেই, আমরা সকলে মিলে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, দেশটাকে সমৃদ্ধ করতে চাই ‌। শাহরাস্তিবাসীকে আমি অনুরোধ করে বলতে চাই, সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন, কেউ কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন না। কোনো চাঁদাবাজ সন্ত্রাসীকে আমরা আশ্রয় দেবো না।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে ঠাকুর বাজার মাজার রোডে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা, পৌর ও ১০টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালির শুরুতে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ-এর সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, সেলিম পাটোয়ারী, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, রেল শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়