প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৭
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো : হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মুনাজাত।
|আরো খবর
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মো. শাহজামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আফসার হোসেন, সাদিয়া আক্তার ডালিয়া, সুমাইয়া আক্তার, জীব বিদ্যা বিষয়ের প্রভাষক মো. মামুনুর রশীদ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক সাদিয়া আফরিন। আলোচনা সভাশেষে মিলাদ, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।