প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪
শাহরাস্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
আনোয়ার হোসেন খোকন পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতা, আগামী নির্বাচনে আমরা তাঁকেই চাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যিনি বহির্বিশ্বে আস্থা ও বিশ্বাসের সাথে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি একজন পরীক্ষিত, পরিচ্ছন্ন
কর্মীবান্ধব নেতা। আমরা আগামীদিনে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার অভিভাবক হিসেবে তাঁকেই চাই। বক্তারা আরো বলেন, আমরা লক্ষ্য করছি ইতোমধ্যেই অনেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলছেন, এটা দুঃখজনক। আমরা বিএনপির রাজনীতি করি, দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন থাকবে।
ইউনিয়ন বিএনপির নেতা সামছুল আলম সর্দারের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিয়াজী, এহতেশামুল হক সজীব, ছাত্র নেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ।