রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪

মতলব উত্তরে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টাকালে ১ জন আটক, অটোবাইক উদ্ধার

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টাকালে ১ জন আটক, অটোবাইক উদ্ধার
আটককৃত মলম পার্টির সদস্য সিরাজ মিয়া।

মতলব উত্তর উপজেলায় আবারও সক্রিয় হলো মলম পার্টি। উপজেলার ছেংগারচর বাজারে প্রকাশ্যে অটোবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগিতায় মলম পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে ছেংগারচর বাজারে ফলের বাজারের সামনে ঘটনাটি ঘটেছে।

সাদুল্যাপুর কবির মেম্বার বাড়ির মৃত ইউসুফ প্রধানের পুত্র মুসলিম মিয়া (৫৪), তিনি অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজন মলম পার্টির সদস্য বেলতলী এলাকা থেকে ছেংগারচর বাজারে আসার জন্যে মুসলিম মিয়ার অটোবাইক ভাড়া করে। বাজারের কাছাকাছি এসে তিনজন নেমে যায়। এ সময় তারা কৌশলে মুসলিম মিয়াকে কলা ও পানি খেতে দেয়। পরে বাজারে পৌঁছে দু সদস্য তাকে এক হাজার টাকার নোট দিয়ে এক কেজি আঙ্গুর কিনতে বলে। মুসলিম মিয়া দোকানে ঢুকে আঙ্গুর কিনতে গেলে তারা অটোবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। মুসলিম মিয়া 'চোর চোর' বলে চিৎকার করলে ছেংগারচর বাজার চৌরাস্তায় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মলম পার্টির সদস্য সিরাজ মিয়া (৬২)কে আটক করে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানাধীন পূর্ব চরমোদ মতাহার বাবর আলী বাড়িতে। জনতা আটককৃতকে গণধোলাই দিলে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোবাইকসহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ সময় মুসলিম মিয়াকে স্থানীয়রা অচেতন অবস্থায় দেখতে পায়। পুলিশ তাকে চিকিৎসার ব্যবস্থা করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এটি একটি পরিকল্পিত মলম পার্টির ছিনতাই চক্রান্ত ছিলো। স্থানীয়দের সহযোগিতায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। অটোবাইকটিও উদ্ধার করা হয়েছে। মুসলিম মিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়