রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০

১১ বছর পর রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন, নতুন কমিটি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
১১ বছর পর রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন, নতুন কমিটি

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১১ বছর পর শনিবার সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের সরকারি মার্চ্চেন্টস্ একাডেমির মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সন্ধ্যা ৭টায় উপজেলা কমিটি এবং দ্বিতীয় অধিবেশনের পর কাউন্সিলরদের দেওয়া ভোট গণনা শেষে রাত ৮টায় কমিটি ঘোষণা হয়েছে।

উপজেলা কমিটিতে সভাপতি পদে নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে সফিকুর রহমান ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। আর পৌর বিএনপির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক হিসেবে ভিপি নজরুল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন। নাজমুল ইসলাম মিঠু কমিটির আহ্বায়ক ও সফিক ভুঁইয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আর এবিএম জিলানি বর্তমান কমিটির আহ্বায়ক ও ভিপি নজরুল ইসলাম লিটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

অপরদিকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল ও বিএনপির সদস্য অ্যাডভোকেট খায়রুল আলম এবং পৌরসভা বিএনপির সাংগঠনিক হিসেবে সাবেক যুবদল নেতা আনিসুল হক ও ডা. মুকুল মিয়াজি নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়