প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০
১১ বছর পর রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন, নতুন কমিটি

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১১ বছর পর শনিবার সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের সরকারি মার্চ্চেন্টস্ একাডেমির মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সন্ধ্যা ৭টায় উপজেলা কমিটি এবং দ্বিতীয় অধিবেশনের পর কাউন্সিলরদের দেওয়া ভোট গণনা শেষে রাত ৮টায় কমিটি ঘোষণা হয়েছে।
|আরো খবর
উপজেলা কমিটিতে সভাপতি পদে নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক পদে সফিকুর রহমান ভুঁইয়া নির্বাচিত হয়েছেন। আর পৌর বিএনপির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক হিসেবে ভিপি নজরুল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন। নাজমুল ইসলাম মিঠু কমিটির আহ্বায়ক ও সফিক ভুঁইয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আর এবিএম জিলানি বর্তমান কমিটির আহ্বায়ক ও ভিপি নজরুল ইসলাম লিটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
অপরদিকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল ও বিএনপির সদস্য অ্যাডভোকেট খায়রুল আলম এবং পৌরসভা বিএনপির সাংগঠনিক হিসেবে সাবেক যুবদল নেতা আনিসুল হক ও ডা. মুকুল মিয়াজি নির্বাচিত হয়েছেন।