শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭

মিথ্যা অপপ্রচারের অভিযোগ

ফেসবুক আইডির বিরুদ্ধে শাহমাহমুদপুর বিএনপির সেক্রেটারি কামাল মিজির জিডি

অনলাইন ডেস্ক
ফেসবুক আইডির বিরুদ্ধে শাহমাহমুদপুর বিএনপির সেক্রেটারি কামাল মিজির জিডি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, পাইকদী নিবাসী মো. কামাল মিজির বিরুদ্ধে 'এনসিপি ইনকিলাব জিন্দাবাদ' নামে ফেসবুক আইডি থেকে অব্যাহতভাবে বিভিন্ন মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৩০৪, তারিখ : ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.।

৫ সেপ্টেম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল মিজি বাদী হয়ে এ জিডি করেন।

জিডিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর 'এনসিপি ইনকিলাব জিন্দাবাদ' নামক একটি ফেসবুক আইডি থেকে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি কামাল মিজির বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে প্রকাশ করে। এতে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কারণে আমি সামাজিক এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্নের শিকার হচ্ছি।

ফেসবুক ভিডিওতে আমার নামে আত্মগোপনে থেকে প্রতিপক্ষ বিভিন্ন মিথ্যা অপবাদ এবং আমার নামে মিথ্যা কাল্পনিক গল্প সাজিয়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নকে নিয়ে পোস্ট করা হয়। আমি বিভিন্নভাবে চেষ্টা করেও উক্ত অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হই। এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর গোয়েন্দা সংস্থা, চাঁদপুর মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছি। দ্রুত এ আইডি শনাক্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবি করছি।

এছাড়াও প্রয়োজনে পরবতীতে উক্ত 'এনসিপি ইনকিলাব জিন্দাবাদ' ফেসবুক আইডির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করার প্রস্ততি নেবেন বলে জানান ইউনিয়ন বিএনপি সেক্রেটারী কামাল মিজি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়