প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮
শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী নিজামুল হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ওসি মো.আবুল বাসার, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মো. রহমত উল্যাহ, উপদেষ্টা মজিবুর রহমান রাজীব, জনকল্যাণ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম, আল মদিনা ব্রিকসের স্বত্বাধিকারী ফারুক হোসেন মিয়াজী, মেসার্স সুন্দরবন স্টিলের স্বত্বাধিকারী ইকবাল হোসেন ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল।আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য।
সভাশেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।