প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২০:৫৯
হাজীগঞ্জে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সভাপতির সংবাদ সম্মেলন
মিথ্যা অপবাদের চেয়ে জীবন সায়াহ্নে মৃত্যু কামনা করছি --আলহাজ্ব ইমাম হোসেন

হাজীগঞ্জে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ইমাম হোসেন সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বহিষ্কারাদেশটি পুনর্বিবেচনা করার জন্যে দলীয় হাই কমান্ডকে অনুরোধ জানান তিনি। এর আগে গত মঙ্গলবার রাতে চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে আলহাজ্ব ইমাম হোসেনসহ চাঁদপুরের তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
|আরো খবর
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপ্রধানে সংবাদ সম্মেলনে আলহাজ্ব ইমাম হোসেন বলেন, আমার ওপর আরোপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই মিথ্যা অপবাদের চেয়ে আমার দীর্ঘ এই রাজনীতির বয়সে এবং জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার মৃত্যু কামনা করছি। আমি আপনাদের মাধ্যমে হাজীগঞ্জবাসীকে বলতে চাই, ১৯৯২ সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আমি তিনবার সাধারণ সম্পাদক, ২০১০ সালে পৌর বিএনপির সভাপতি, ২০১৪ সালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ২০১৮ সালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সভাপতির মৃত্যুতে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি।
তিনি বলেন, ব্যবসার মাধ্যমে আমি আমার কর্মজীবন শুরু করি এবং রাজনীতি করি সম্মানের জন্যে। আমার দীর্ঘ এই রাজনৈতিক জীবনে কোনো অন্যায় কাজের প্রশয় দেইনি এবং আমি নিজেও সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত ছিলাম। রাজনীতির কারণে জেল খেটেছি। গত ৫ আগস্টের পর থেকে আমি চাঁদাবাজ এবং অন্যায়কারীদের বিরুদ্ধে শতভাগ সোচ্চার ছিলাম। যদি কোনো অন্যায় কাজে জড়িত থাকতাম, তাহলে আপনারা (সাংবাদিকরা) সবার আগে জানতেন। গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে আমি আমার সহযোদ্ধাদের সাথে ছিলাম। তা আপনারা (সংবাদকর্মী) দেখেছেন এবং আমি আপনাদের সামনেই ছিলাম। ২০২২ সালে নভেম্বর মাসে জেল খেটেছি। আমার ওপর আরোপিত সুনির্দিষ্ট অভিযোগটি কী, কবে ও কীভাবে আমি চাঁদাবাজি করেছি অথবা কার জায়গা দখল করেছি সে বিষয়টি জানতে চাই এবং আমার ওপর আরোপিত অভিযোগ পুনর্বিবেচনার আবেদন করছি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও সৈয়দ শরীফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারী ও পৌর বিএনপি নেতা হাজী আলী আকবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. রহিম পাটোয়ারী, বিএনপি নেতা শেখ আলী আকবর, হাবিব উল্যাহ্ মাস্টার, আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, ইমাম হোসেন লিটন, সাহাবুদ্দিন শাহীন, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, যুবনেতা হুমায়ুন কবির সুমন, মাসুদ খান, ফয়েজ আহমেদ, ছাত্রনেতা দ্বীন ইসলাম টগরসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।