প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭:০০
মতলব উত্তরে ভেসাল জাল ও চায়না দুয়ারী চাঁই জব্দ

মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ভেসাল জাল ও চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টা হতে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয় ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। আমুয়াকান্দা, ঠাকুরচর হতে ১ টি ভেসাল জাল ও ৫ টি চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়। জব্দকৃত ভেসাল জাল ও চায়না দুয়ারী চাই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. জামিল।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ভেসাল জাল ও চায়না দুয়ারী চাঁই পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।