শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১:০৯

মতলব বাজারে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

রেদওয়ান আহমেদ জাকির
মতলব বাজারে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

মতলব সদর বাজারে (মুদি বাজার) সরকারি সম্পত্তি দখল করে জনৈক জয়দেব চন্দ্র দাসের বিরুদ্ধে দোকানঘর (দ্বিতল ভবন) নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জায়গার ওপর ভবনের সামনের অংশ এবং পেছনের অংশ ড্রেনের ওপর নির্মাণ হচ্ছে। এতে বাজারে আগত ক্রেতা সাধারণের দুর্ভোগ ও ভোগান্তির আশংকা দেখা দিয়েছে।

৩১ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) দুপুরে সরজমিনে দেখা গেছে, মধ্য বাজারের গলির রাস্তা ঘেঁষে কোনো জায়গা না রেখে দ্বিতল ভবনের নির্মাণ কাজ করছেন ব্যবসায়ী জয়দেব চন্দ্র দাস। ছাদের ওপরের অংশ রাস্তার ওপর চলে এসেছে। এতে ক্রেতা সাধারণ তার দোকানে মালামাল ক্রয় করার সময় রাস্তায় দাঁড়িয়ে ক্রয় করতে হবে। এতে পথচারী, যানবাহন ও বাজারে আগত লোকজনের এ পথ পাড়ি দিতে ভোগান্তির শিকার হতে হবে। এখানে যানজট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা নির্মাণ কাজের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া ভবনের পেছনের সরকারি ড্রেনের জায়গা দখল করে এর ওপর দ্বিতল ভবনের সিঁড়ির চৌকির কাজ করছেন। এতে ড্রেনেজ ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। ড্রেনের ওপর মালামাল রেখে কাজ করায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সরকারি জায়গা দখল করে অনেকদিন ধরে দোকানের কাজ করছেন ব্যবসায়ী জয়দেব চন্দ্র দাস। অনেক সময় দেখি কাজ বন্ধ, আবার সময় অসময়ে দেখি কাজ চলছে। এভাবে দুদিকে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণ করলে ক্রেতা সাধারণের যাতায়াতে দুর্ভোগ হবে, স্থায়ী যানজট তৈরি হবে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে পরিবেশ দূষণ দেখা দিলে জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে।

এ ব্যাপারে ব্যবসায়ী জয়দেব চন্দ্র দাস বলেন, পৌরসভা থেকে অনুমতি নিয়েই কাজ করছি। ছাদের কিছু অংশ ও দ্বিতল ভবনের সিঁড়ির চৌকির কিছু অংশ ভেঙ্গে দেবো।

পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ বলেন, নিজস্ব জায়গায় ভবন নির্মাণের জন্যে অনুমতি দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি অবগত নই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, বিষয়টি অবগত হয়ে ব্যবসায়ী জয়দেব চন্দ্র দাসকে কাগজপত্র নিয়ে আসতে বলেছি। সরকারি জায়গা দখল হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়