শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১:২৮

তারেক রহমানের নির্দেশে জনগণের ভালোবাসায় বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে ----------আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার।।
তারেক রহমানের নির্দেশে জনগণের ভালোবাসায় বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে ----------আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ-- তৃণমূল নেতা-কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ, গত ১৭ বছর তৃণমূলে তারা অনেক নির্যাতন সহ্য করেছে। কিন্তু একটি লোকও দল ছেড়ে যায়নি। কাজেই আমাদেরকে তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। সে সাথে আপনাদের মনে রাখতে হবে আমাদের নেতা তারেক রহমান কিন্তু জনগণের সাথে সুসম্পর্কের কথা বলেছেন। কারণ, বিএনপি জনগণের দল। কাজেই আপনাদের জনগণের কাছে যেতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে।

৩১ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির এনায়েতনগর শেখেরহাট বাজার এলাকার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে আমরা এসেছি তারেক রহমানের ৩১ দফা, জিয়াউর রহমানের ১৯ দফা সম্পর্কে আপনাদের জানাতে। গত ১৭ বছর মানুষের ওপর নির্যাতন করার জন্যে ছোট ছোট ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়া হয়েছে। বাবা-মারা সেই সন্তানের চিন্তায় অস্থির হয়ে থাকতো। গত ১৭ বছরের কারণে আমরা একটি অনিরাপদ জীবনে এসে পৌঁছেছি। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মানুষের কাছে যাও, মানুষের খোঁজ নেও। আগামীদিনে আমরা যদি আমাদের নেতা মানিক ভাইকে এ এলাকার এমপি বানাতে পারি, তাহলে আমরা আপনাদের একটি সুন্দর জীবন গঠনে সহযোগিতা করবো, আপনার সন্তানকে ভালো মানুষ হতে সহযোগিতা করবো।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম মেহেদী, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক ।

পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফিরোজ পাটওয়ারী ও সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সাজুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভুট্টু গাজী, ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাজন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়া। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে নেতৃবৃন্দ সদস্যদের হাতে ফরম তুলে দেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক সর্দার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়