শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০:৪২

চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের দ্বি-বার্ষিক সম্মেলন

বিএনপি যদি ছাত্রদের সহায়তা না করতো তাহলে ছাত্ররা সেদিন দাঁড়াতে পারতো না --পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি

স্টাফ রিপোর্টার
বিএনপি যদি ছাত্রদের সহায়তা না করতো তাহলে ছাত্ররা সেদিন দাঁড়াতে পারতো না --পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি

চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে স্থানীয় কয়লাঘাট এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলনের পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তবে বিএনপি এখনও ক্ষমতায় আসে নি। বিএনপি যেনো আগামীতে ক্ষমতায় না আসতে পারে সেজন্যে একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। সকলকে সজাগ থাকতে হবে। জুলাই আন্দোলনে বিএনপি যদি ছাত্রদের সহায়তা না করতো তাহলে ছাত্ররা সেদিন দাঁড়াতে পারতো না।

তিনি বলেন, ডোপ টেস্টের মাধ্যমে চাঁদপুরে যুবদলের কমিটি দেয়া হচ্ছে। এটি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের ব্যতিক্রম উদ্যোগ। আপনার সন্তান যেনো মাদক ও কিশোর গ্যাংয়ের সাথে না জড়ায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

পৌর ৬নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আরিফ হোসেন পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. হারুন অর রশিদ।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। উদ্বোধন করেন পৌর মৎস্যজীবীদলের সভাপতি মো. আমিন শেখ জিলানী।

মৎস্যজীবীদল নেতা ওসমান খান ও ফরিদ মালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম সেকুল, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক ও পৌর মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মো. হানিফ বকাউল। সম্মেলনে আগামী দু বছরের জন্যে পৌর ৬নং ওয়ার্ডের সভাপতি আরিফ হোসেন পান্না, সহ-সভাপতি মজিবুল হক, সাধারণ সম্পাদক ফরিদ মাল, সহ-সাধারণ সম্পাদক সুমন হোসেন ও সাংগঠনিক সম্পাদক রিপন মাঝির নাম ঘোষণা করা হয়। তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌর কমিটির কাছে জমা দেয়ার জন্যে বলা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়