শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৫:৪০

বাকিলায় কৃষি ব্যাংকের ঔষধি বৃক্ষরোপণ

কামরুজ্জামান টুটুল।।
বাকিলায় কৃষি ব্যাংকের   ঔষধি বৃক্ষরোপণ
বাংলাদেশ কৃষি ব্যাংক বাকিলা বাজার শাখার উদ্যোগে ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

বাংলাদেশ কৃষি ব্যাংক হাজীগঞ্জের বাকিলা বাজার শাখার উদ্যোগে ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। সরকারি অর্থায়নে শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) এ কার্যক্রম সম্পন্ন হয়।

বাকিলা ইউনিয়ন পরিষদ চত্বর, বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস ও বাকিলা মধ্য বাজারে ওষধি গাছের চারা রোপণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। আরো উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক বাকিলা বাজার শাখার সিনিয়র অফিসার মো. খাইরুজ্জামান, পিয়াল পাল, মো. শাহজালাল, ক্যাশিয়ার মো. আব্দুল রাজ্জাক, বিএনপি নেতা মোবাশ্বের মোল্লা, শেখ খোরশেদ আলম, শরীফুল ইসলাম মিজি, ব্যবসায়ী মাহবুব হোসেন, শরীফ হাওলাদার, আলমগীর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়