শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৭

বিভাগীয় বিরোধ থেকে সহিংসতা, তদন্তে প্রশাসন

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সংঘর্ষে ১৫ শিক্ষার্থী আহত

মো. জাকির হোসেন
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সংঘর্ষে ১৫ শিক্ষার্থী আহত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বুধবার (১৬ জুলাই ২০২৫) দুপুরে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগসামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। ঘটনার সময় শিক্ষার্থীরা মাঠে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপক্ষ প্রথমে উসকানিমূলক মন্তব্য করে, এরপর শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তা গড়ায় ইট-পাটকেল ও লাঠিসোঁটা ব্যবহারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা এবং পরে স্থানীয় থানা পুলিশ হস্তক্ষেপ করে।

আহতদের মধ্যে তিনজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকিরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। তদন্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

প্রভোস্ট ড. সোহেল আহমেদ বলেন, "আমরা এই ধরনের সহিংসতার পক্ষে নই। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান ও সহনশীলতার কেন্দ্র, এখানে হিংসার কোনো স্থান নেই।"

আহত এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমরা চেয়েছিলাম বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হোক, কিন্তু হঠাৎ করেই মারধর শুরু হয়।"

ক্যাম্পাসে বর্তমানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব ধরনের সমাবেশ ও ক্লাব মিটিং সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক বিভাগীয় কার্যক্রম নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছিল। এরই ধারাবাহিকতায় একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে থাকে এবং সেটিই সংঘর্ষে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চাইছেন, এ ধরণের ঘটনা যেন আর না ঘটে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ক্যাম্পাসে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতরা শারীরিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়