শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৫:৪৫

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিকের জরিমানা

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিকের জরিমানা
পদ্মা হাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকার।

চাঁদপুর শহরে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিপণীবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান-কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়