প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:৫৫
ওয়ার্ল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশীপ কংগ্রেস
মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বে সুইমিং ফেডারেশনের প্রতিনিধি দল সিঙ্গাপুরে

বিশ্ব সাঁতারের সর্বোচ্চ সংগঠন ওয়ার্ল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশীপ ২০২৫ ও
|আরো খবর
রোববার (২৭ জুলাই ২০২৫) সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক
মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
জানা যায়, বিশ্ব সাঁতারের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি প্রতি চার বছর পর পর তাদের সংগঠনের বার্ষিক সভা ও নেতৃত্ব নির্ধারণী সভা এবং সারা বিশ্বব্যাপী নানা কর্মসূচি ঘোষণাসহ সংগঠনটির কংগ্রেস আয়োজন করে। সে কারণে এবার ওয়ার্ল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশীপ কংগ্রেস ও ওয়ার্ল্ড একুয়াটিক জেনারেল কংগ্রেস ২০২৫ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে।
এ কংগ্রেসে বিশ্বের ২০৬টি দেশের সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সুইমিং ফেডারেশনের নির্ধারিত প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।
বিশ্ব সাঁতারের সর্বোচ্চ এই সংগঠনটি সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকদেরকে নিয়ে গঠিত। বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন উক্ত কংগ্রেসে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সংগঠনের মহাসচিবের সাথে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
ডিসিকে/এমজেডএইচ