প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:৪০
ফরিদগঞ্জে ছাত্রলীগের এক নেতা নিজের দোষ ঢাকতে বিএনপি ও যুবদল নেতাদের চাঁদাবাজ বানালেন

ফরিদগঞ্জ পৌরসভায় নিয়ম নীতিকে তোয়াক্কা না করে ভবন নির্মাণ করায় পার্শ্ববর্তী লোকজন আদালতে মামলা দায়ের করলে আদালত ঐ জমির ওপরে ১৪৪ ধারা জারি করে। সেই জারিকৃত নোটিস নিয়ে পুলিশ স্থানীয় লোকজন সহকারে গেলে তাদেরকে চাঁদাবাজ আখ্যায়িত করে মঙ্গলবার (২০ মে ২০২৫) রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছাত্রলীগ নেতা স্বাধীন সরকার। তিনি ওই লাইভ পোস্টে উপস্থিত স্থানীয় লোকজনকে বিএনপি'র চাঁদাবাজ বলে আখ্যায়িত করেন। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠে ফরিদগঞ্জ পৌর এলাকা এবং উপজেলা বিএনপি ও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠন। এতে ২১ মে ২০২৫ (বুধবার) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার স্থানীয় লোকজন, হিন্দু ও মুসলিম সকলে একত্রিত হয়ে বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেন।
|আরো খবর
স্থানীয় বাসিন্দারা বলেন, শিপ্রা যে ঘর করেছে সেটা পৌরসভার নিয়ম না মেনে করেছেন। এতে করে ঐ এলাকার লোকজন চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। পৌরসভার বিধান মেনে কাজ করলে হয়তোবা এই সমস্যাটুকু সৃষ্টি হতো না। শিপ্রা সরকার নিয়ম না মেনে ঘর নির্মাণের কারণে ঐ পথ দিয়ে একটা মানুষ যে হাঁটবে সেই ব্যবস্থা নেই। আমরা চাই সে নিয়ম মেনে কাজ করুক। শিপ্রার ছেলে যে কাজটি করেছে বিষয়টি খুব ন্যাক্কারজনক। দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ দাস বলেন, স্বাধীন সরকার চাঁদা দাবির বিষয়ে যেই পোস্ট করেছেন, সেটি খুবই দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবো।
মামলার বাদী জিয়া উদ্দিন বলেন, শিপ্রা সরকার পৌরসভার নিয়ম না মেনে তার বিল্ডিংয়ের কাজ পরিচালনা করে আসছে। পাশের রাস্তা দিয়ে একজন মানুষও চলাচলের কোনো জায়গা রাখে নি। তাকে চলাচলের জায়গা রেখে বিল্ডিং করার কথা বলি। কিন্তু সে এবং তার ছেলে কর্ণপাত করেনি। আমি নিরূপায় হয়ে আদালতের শরণাপন্ন হই। আদালত ঐ জমির ওপরে ১৪৪ ধারা জারি করেন। আদালতের নির্দেশ জারি করতে আসে থানার এএসআই দেলোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে যায় শিপ্রা ও তার ছেলে স্বাধীন সরকার। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চাঁদার দাবির কথা বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এতে করে স্থানীয় জনগণ তাদের ওপরে ক্ষিপ্ত হয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। বিষয়টি নিয়ে বিএনপি নেতা রাজু পাটোয়ারীর সাথে কথা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে নোটিস দিতে গেলে আমরাও কয়েকজন সাথে যাই। কিন্তু শিপ্রা সরকার ও স্বাধীন সরকার পুলিশ এবং আমাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং বিএনপির চাঁদাবাজ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ শুরু করে। আমি এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
এএসআই দেলোয়ার বলেন, আমি আদালেতর জারিকৃত নোটিস উভয় পক্ষকে পোঁছে দিয়েছি। যারাই এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমি নোটিস দিতে গেলে এলাকার কিছু মানুষ আমার সাথে যায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শিপ্রা সরকার ও স্বাধীন সরকার সবাইকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করা শুরু করে।