শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২২:০৫

সিলেট থেকে সিএনজি চোরচক্রের ২ সদস্যসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
সিলেট থেকে সিএনজি চোরচক্রের ২ সদস্যসহ গ্রেপ্তার ৩

সিলেটের জৈন্তাপুর ও এয়ারপোর্ট এলাকা থেকে সিএনজি অটোরিকশা চোর চক্রের ২ সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাজনগন থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেনের দিক নির্দেশনায় এসআই (নি.) মো. আলমগীর কবীরের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিলেট এয়ারপোর্ট ও জৈন্তাপুর এলাকা থেকে রাজনগর থানার মামলা নং-১২(১)২৫-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ সিএনজি চোর চক্রের সদস্য সিলেট এয়ারপোর্ট এলাকার চান্দাই-এর ইশাদ মিয়ার ছেলে মো. নিমার আলী (৫৩), জৈন্তাপুরের হরিপুরের চান্দঘাটের সোনাফর মিয়ার ছেলে আব্দুল আলিম (৪০)-কে গ্রেপ্তার করেন। এছাড়াও রাজনগর থানার মামলা নং-১৫(৭)২৫-এর তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাজনগর উপজেলার খারপাড়া এলাকায় থেকে দক্ষিণ খারপাড়া গ্রামের হুসেন মিয়ার ছেলে মেহেদি হাসান সাগর (১৯)কে গ্রেপ্তার করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়