প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২১:০৬
চাঁবিপ্রবিতে 'হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন ফর কম্পিটেন্স ৪.০' শীর্ষক সেমিনার
বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষতা ও প্রাসঙ্গিক শিক্ষার সমন্বয় ------------ভিসি চাঁবিপ্রবি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)-এর আয়োজনে 'হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন ফর কম্পিটেন্স ৪.০' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।
তিনি বলেন, জ্ঞান ও প্রযুক্তির বিস্ফোরণ বর্তমান বিশ্বে এমন এক রূপ নিচ্ছে, যেখানে টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষতা এবং প্রাসঙ্গিক শিক্ষার সমন্বয়।
তিনি তাঁর বক্তব্যে কোরআনের মাহাত্ম্যের কথা তুলে ধরেন। পাশাপাশি স্টিম (S- সায়েন্স, T-টেকনোলোজি, E- ইঞ্জিনিয়ারিং, M- ম্যাথম্যাটিকস) শিক্ষার প্রয়োজনীয়তাও তুলে ধরেন এবং স্টিমকে সাতটি জগতে ভাগ করে ব্যাখ্যা করেন। শিক্ষার্থীদের স্টিম ভিত্তিক প্রকল্প গ্রহণে উৎসাহ প্রদান করেন এবং উচ্চশিক্ষার জন্যে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরওয়ের বার্গেনে অবস্থিত ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর টেকনোলজি, বিজনেস অ্যান্ড সোস্যাল সায়েন্স অনুষদের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. এসএম আব্দুল কুদ্দুছ ।
তিনি চতুর্থ শিল্প-বিপ্লব উপযোগী কম্পিটেন্স, কোয়ালিটি সম্পন্ন উচ্চ শিক্ষার বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। তিনি বলেন, ৪র্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উদ্দেশ্যের সাথে জাতীয় ও আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক ও প্রকৌশল-কারিগরি চাহিদার সমন্বয়ে উচ্চশিক্ষায় মানসম্মত ও সময়োপযোগী কারিকুলাম প্রণয়নের কোনো বিকল্প নেই।
সেমিনারে সভাপতিত্ব করেন চাঁবিপ্রবির আইকিউএসি পরিচালক সোহেল রানা এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক মো. বাইজীদ আহম্মেদ রনি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।