মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২১:১০

চাঁদপুর সরকারি মহিলা কলেজে স্নাতক (সম্মান) ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি মহিলা কলেজে স্নাতক (সম্মান) ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সোমবার (২১ জুলাই ২০২৫) চাঁদপুর সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এ ছাড়া বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মোতাসিম বিল্লাহ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা ফেরদৌস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ অত্র অঞ্চলের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। তোমরা সৌভাগ্যবান এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছ। তোমরা তোমাদের মেধা-মনন-সততা-নিষ্ঠা ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি উঁচু করবে। তোমরা কলেজের শৃঙ্খলা মেনে নিয়মিত শ্রেণি কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদেরকে ক্লাস রুটিন প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্টের সদস্যসহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

ক্যাপশন : চাঁদপুর সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

ক্যাপশন : চাঁদপুর সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়