প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২১:০৩
সন্ধান চাই
অনলাইন ডেস্ক

মারুফ, বয়স ১৪ বছর, শ্রেণি : অষ্টম, বিদ্যালয় : মনোহরপুর উচ্চ বিদ্যালয়, কচুয়া উপজেলা, চাঁদপুর। ২১ জুলাই ২০২৫ (সোমবার) সকাল সাড়ে নয়টায় মারুফ রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় তার পরনে ছিলো সাদা স্কুল শার্ট ও নেভি ব্লু প্যান্ট।
তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি।
যদি কেউ তাকে দেখে থাকেন বা কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে 01717198100 নাম্বারে যোগাযোগ করার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।