সোমবার, ২১ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৬:৫১

চাঁদপুর সেচ প্রকল্পের কৃষি বাঁচাতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রবীর চক্রবর্তী
চাঁদপুর সেচ প্রকল্পের কৃষি বাঁচাতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

চাঁদপুর সেচ প্রকল্প (সি.আই.পি.)’র অভ্যন্তরে ৩৫ বছরে সৃষ্ট গভীর সংকটের স্থায়ী সমাধানে ১১৫ টি খাল খননসহ প্রশাসন কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া’র মাধ্যমে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষকরা। সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে এই স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিগত বছর ভয়াবহ জলাবদ্ধতায় সিআইপি বাঁধের ভেতরের আমন ধানসহ সকল কৃষি ফসল সম্পূর্ণভাবে ধ্বংস হয়। মৎস্যজীবীদের শত শত কোটি টাকার মাছ ভেসে যায়। এর একমাত্র কারণ গত ৩৫ বছরেও সেচ প্রকল্পের অভ্যন্তরের কোনো খাল খনন হয়নি। একশ' কিলোমিটার দৈর্ঘ্যের সেচ প্রকল্প বাঁধের চারপাশে একশ' কিলোমিটার বোরোপিট খাল রয়েছে। সেগুলো এবং ডাকাতিয়া নদী দখলে, দূষণে ও কচুরিপানা জটে বিপর্যস্ত।

সেচ প্রকল্পভুক্ত চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার কৃষক, ক্ষেতমজুর ও মৎস্যজীবীদের রক্ষা ও সি.আই.পি. সংকটের স্থায়ী সমাধানের জন্যে চলতি বছরের গত ১১ ফেব্রুয়ারি ফরিদগঞ্জে জেলা ও উপজেলা প্রশাসন, সি.আই.পি.’র কৃষক প্রতিনিধি এবং কৃষকদের সংগঠন কৃষক সংগ্রাম কমিটির সাথে প্রায় দিনব্যাপী মতবিনিময় সভায় উঠে আসা সমস্যাগুলো চিহ্নিত করে জেলা প্রশাসক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ, পৌরসভা, কৃষি অফিস, বিএডিসি, পি.আই.ও. অফিস, এলজিইডিসহ প্রায় ৮টি সংস্থাকে এগুলো সমাধানের দায়িত্ব প্রদান করা হয়।

দাবি দ্রুত বাস্তবায়নের জন্যে সেচ প্রকল্পভুক্ত চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার কৃষক, ক্ষেতমজুর ও মৎস্যজীবীদের রক্ষা ও সিআইপি সংকটের স্থায়ী সমাধানের দাবিতেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই স্মারক লিপি দেয়া হয় ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সেচ প্রকল্প (সি.আই.পি.)’র অভ্যন্তরে কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ শেখ, সদস্য আব্দুল ওয়াদুদ, রহিমা আক্তার কলি, নেছার আহমেদ, নূরুল ইসলাম, তাজুল ইসলাম ও শামছুল আলম পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়