প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০১:০৮
চাঁদপুর-৩ আসনে বিজেপির এমপি প্রার্থী উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা
সত্য, পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতির প্রতীক হয়ে নির্বাচনমুখী হীরা

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপির পক্ষ থেকে নির্বাচন করবেন—এমনটাই ব্যক্তিগত সূত্রে জানা গেছে।
|আরো খবর
ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় কাঠামোকে সক্রিয় করে তুলতে নিরলস পরিশ্রম করছেন।
গত ১৬ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি একজন অগ্রসেনানী হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন এবং এখনো সেই ভূমিকায় রয়েছেন।
দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনে সত্যবাদিতা, পরিচ্ছন্নতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাজনীতিতে নিজের স্বাতন্ত্র্য গড়ে তুলেছেন তিনি।
টকশোতে যুক্তিবাদী বক্তব্য, সামাজিক মাধ্যমে জনমুখী অবস্থান এবং মাঠ পর্যায়ের কর্মসূচিতে সরব অংশগ্রহণ তাঁকে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি—এটাই তাঁর রাজনৈতিক জীবনের অনন্য বৈশিষ্ট্য।
“বদলে দিবো আমার শহর”—এই স্বপ্নকে সামনে রেখে উপাধ্যক্ষ হীরা চাঁদপুরকে গড়তে চান আধুনিক, মানবিক, মানসম্পন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে।
উন্নত অবকাঠামো, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসন—এসব লক্ষ্য সামনে রেখে তিনি ইতোমধ্যেই নীতিগত পরিকল্পনা তৈরি করছেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ডা. মো. নাজিমুল ইসলাম এবং চাঁদপুর-৫ (ফরিদগঞ্জ) আসনে মো. শাহাদাত হোসেন বিজেপির পক্ষে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন।
বিজেপি চাঁদপুর জেলার প্রতিটি আসনে সংগঠনকে সুসংহত ও সক্রিয় করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
উপাধ্যক্ষ হীরা শুধু রাজনীতিবিদ নন, একজন শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত।
তিনি একটি বেসরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব হিসেবে প্রবাসী চাঁদপুরবাসীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তরুণদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রাজনীতিতে নতুন আস্থার জায়গা তৈরি করেছে।
স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, “উপাধ্যক্ষ হীরা ভাইয়ের মতো ভদ্র, শিক্ষিত ও আপসহীন নেতা খুবই দরকার আমাদের এলাকায়।”
একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানান, “তিনি কখনো বিতর্কিত হননি। বরং রাজনীতিতে যুক্তি ও মূল্যবোধের কথা তুলে ধরেন। এমন প্রার্থী হলে মানুষ আশাবাদী হয়।”
সর্বশেষ, উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরার মতো একজন শিক্ষিত ও মানবিক রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণে চাঁদপুর-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই লড়াইয়ে আওয়ামী লীগ, বিএনপি ও বিজেপি তিন দলের প্রার্থীরাই ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠবেন—এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।
ডিসিকে/এমজেডএইচ