প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২১:১৬
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের শোক
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ।
|আরো খবর
সোমবার এক শোকবার্তায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও
চাঁদপুরের সকল মুক্তিযোদ্ধার পক্ষে যুদ্ধকালীন কমান্ডার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল আলম রব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, সাবেক জেলা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা সাঁতারু সানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা বলেন, বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্যে এটি একটি গভীর বেদনার ক্ষণ।
চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে তাঁরা নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সৃষ্টিকর্তা আমাদের সকালের সহায় হোক, আমিন।