বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০

জাটকা নিধন প্রতিরোধে টাস্কফোর্সের কার্যক্রম

একমাসে ৬৫ মোবাইল কোর্টে ২০৩ জেলের কারাদণ্ড, মামলা ১৯৪

একমাসে ৬৫ মোবাইল কোর্টে ২০৩ জেলের কারাদণ্ড, মামলা ১৯৪
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

পদ্মা মেঘনায় চলছে মাছের অভয়াশ্রম। মার্চ এপ্রিল এই দু মাস ইলিশ সম্পদ রক্ষায় পদ্মা মেঘনায় জাল ফেলা নিষিদ্ধ। মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী সীমানা এই নিষেধাজ্ঞার আওতায়। ইলিশের পোনা জাটকা রক্ষায় সরকারি এ নির্দেশনা। প্রতি বছরের ন্যায় এবারো জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ১ এপ্রিল থেকে সমন্বিতভাবে জাটকা নিধন প্রতিরোধে কার্যক্রম শুরু করে। পুলিশ বিভাগ, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড ছিল এই প্রতিরোধ কার্যক্রমে অন্যতম অংশীদার।

১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত এই এক মাসে টাস্কফোর্সের অভিযান ছিল সাফল্যজনক। এই একমাসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৬৫টি। এসব মোবাইল কোর্টে মামলা হয়েছে ১৯৪, কারাদণ্ড হয়েছে ২০৩ জনের। জরিমানায় অর্থ আদায় হয়েছে ৭৪ হাজার ৯শ' টাকা। এছাড়া জাল জব্দ করা হয়েছে ৬৪ লক্ষ ২০ হাজার মিটার এবং জাটকা জব্দ করা হয়েছে ৫৮৩ কেজি ৪০০ গ্রাম। জব্দকৃত জাটকা স্থানীয় দুঃস্থ জনসাধারণ, এতিমখানা ও কারাগারে কয়েদিদের মাঝে বিতরণ করা হয়। আর জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা টাস্কফোর্স থেকে এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়