প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৫:০৩
দেবপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার দেবপুরে এক শিশুকে বাঁচাতে গিয়ে দু সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২২) নামের এক যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। একই ঘটনায় দু অটোরিকশা চালকসহ অপর ৬ জন মারাত্মক আহত হয়েছেন। এদের সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকাতে রেফার করা হয়েছে।
বুধবার (৭ মে ২০২৫) দুপুরে ঘটনাটি ঘটে দেবপুর মাদ্রাসার পাশে। নিহত এনাম হোসেন (২০) হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মুন্সী বাড়ির খোরশেদ আলমের ছেলে। আহতরা হলেন : হেঞ্জু মিয়া (৬২), আয়শা (৬), সিহাব (১৭), পারভেজ (২৩) ও সীমা (২৩)।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, দেবপুরে মাদ্রাসার সামনে দিয়ে দ্রুত গতিতে দুটি সিএনজি চালিত অটোরিকশা বিপরীতমুখী অতিক্রমকালে আয়শা (৬) নামের এক শিশু সড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে দৌড় মারে। এ সময় চাঁদপুর থেকে হাজীগঞ্জমুখী সিএনজিটি ব্রেক কষলে তা সড়কের বিপরীত পাশ দিয়ে চাঁদপুরমুখী অপর একটি সিএনজি চালিত অটেরিকশাকে সজোরে ধাক্কা মারে। এ সময় একটি অটোরিকশা সড়কের পাশের মেহগনি গাছে সজোরে ধাক্কা খায়, অপরটি সড়কেই উল্টে যায়। এতে যাত্রী এনামের দেহের উপরিভাগ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক আহত সবাইকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন আরো জানান, আমার দেখা মতে আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থাই বেগতিক। ঘটনার পরে নিহতের পকেটে থাকা তার ভোটার আইডি দেখে জানতে পেরেছি তার নাম এনাম।
দুর্ঘটনার খবর পেয়ে পাশের বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে আসলে তিনি জানান, আমি এসে একজনের লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখেছি। অন্যরা জানিয়েছেন, ৬ জন আহত হয়েছে, যাদের সবার অবস্থা খারাপ। আয়েশা নামের একটি শিশুকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে অন্যরা আমাকে জানিয়েছেন।
নিহত এনামের বোন শাহীনুর ঘটনাস্থলে এসে নিহত ভাইয়ের লাশ শনাক্ত করে বলেন, ঢাকাতে আমাদের আরেক বোনের বাসা থেকে বেড়িয়ে এসে আজকে লঞ্চযোগে বাড়িতে ফেরার পথে মারা গেছে বলে খবর পেয়ে এখানে এসেছি।
নিহতের বাবা খোরশেদ আলম জানান, এনাম আমার ছোট ছেলে। ঢাকা থেকে সকালে রওনা দিয়ে বাড়ির কাছে এসে আমার ছেলেটি চলে গেলো। এ বলেই কান্না শুরু করে দিলেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমি একজন অফিসারসহ ফোর্স পাঠিয়েছি। ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানা পুলিশকে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।