বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ১১:২৫

হাজীগঞ্জে সাবেক প্যানেল মেয়র বাদলের সংবাদ সম্মেলন ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে সাবেক প্যানেল মেয়র বাদলের সংবাদ সম্মেলন ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল

হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের (খাটরা-বিলওয়াই ও ধেররা) সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মোহাসীন ফারুক বাদলকে নাজেহাল করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৬ মে ২০২৫) পৌরসভার খাটরা-বিলওয়াই থেকে মিছিলটি বের হয়ে ধেররা এলাকা প্রদক্ষিণ করে ধেররা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়। এর পরে সংবাদ সম্মেলন করেন তিন বারের এই সাবেক কাউন্সিলর। মিছিল, মানববন্ধন ও সমাবেশে এলাকার কয়েক শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. সালাউদ্দিন ফারুক মামুন। তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপ্রধানে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে মোহাসীন ফারুক বাদল বলেন, এলাকার এক ভাড়াটিয়ার মেয়েকে বিয়ে দেওয়ার পর ওই মেয়ের পূর্বতন (সাবেক) প্রেমিক দাবি করে এক যুবক এলাকার কিছু লোকজন নিয়ে তাদের বাসার সামনে জড়ো হয় এবং এলাকার কিছু লোকজন তার পক্ষ নিয়ে একটা অনভিপ্রেত ঘটনা ঘটানোর চেষ্টা করে। বিষয়টি আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি আমি বুঝতে পারি নি যে, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে ডেকে নিয়ে কতিপয় স্থানীয় হলুদ সাংবাদিক নামধারী ব্যক্তিসহ তিন/চারজন লোক আমাকে নাজেহাল করার অপচেষ্টা করে। তারা ভিডিও ধারণ করে, যা বিভিন্ন মাধ্যমে প্রচার করে আমার ওয়ার্ডবাসীকে বিভ্রান্ত এবং আমার দীর্ঘ সময়ের রাজনীতি ও জনপ্রিয়তাকে ব্যাহত করার চেষ্টা করে।

ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল বলেন, কয়েক সেকেন্ডের ভিডিওর সাথে আমার সম্পৃক্ততা নেই, যার সত্যতা যাচাই-বাছাই না করে এবং অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে যারা বিষয়টি প্রচার করেছেন, আমি বলবো, তারা তাদের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দেন নি, যা অপপ্রচার ও পরনিন্দা। যা ইসলামে গীবতের সমতুল্য।

তিনি সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আশা করি আপনারা ঘটনার সত্যতা উপস্থাপন করে আমার ওয়ার্ডবাসীসহ জনমানুষের উদ্বেগ, উৎকণ্ঠা ও বিভ্রান্তি দূর করবেন। যাতে করে অপপ্রচারকারীদের স্বার্থের ব্যাঘাত ঘটে। পাশাপাশি স্বার্থান্বেষী মহলের কারণে আমার তিন দশকের গড়ে তোলা অর্জন যেনো বিসর্জন না হয়।

উল্লেখ্য, শনিবার (৩ মে ২০২৫) ২০২৫ রাতে পৌরসভাধীন ৩নং ওয়ার্ডর খাটরা-বিলওয়াই এলাকায় পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে সাবেক কাউন্সিলর মোহাসীন ফারুক বাদলকে নাজেহাল করার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়