বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ২০:৪৫

জীবিত মুক্তিযোদ্ধাকে ‘মৃত’ দেখিয়ে দীর্ঘদিন স্ত্রীর ভাতা উত্তোলন!

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জীবিত মুক্তিযোদ্ধাকে ‘মৃত’ দেখিয়ে দীর্ঘদিন স্ত্রীর ভাতা উত্তোলন!

চাঁদপুর শহরের মিশন রোডে চন্দনা রায়ের বাড়ির তৃতীয় তলায় (আশ্রমের পাশে) বীর মুক্তিযোদ্ধা সুজন তালুকদার এখনো জীবিত। তবে সরকারি নথিপত্রে তিনি ‘মৃত’। এই ‘মৃত’ পরিচয়ের সুযোগ নিয়ে তার স্ত্রী অসীমা তালুকদার দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসে গত মঙ্গলবার (৬ মে ২০২৫) যখন চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় অনুসন্ধান করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। ব্যাংকের সিনিয়র অফিসার মাহবুব আলম জানান, আমাদের রেকর্ড অনুযায়ী সুজন তালুকদার মৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত। তার স্ত্রী নিয়মিতভাবে ভাতা উত্তোলন করছেন। তিনি আরও জানান, ওই শাখা থেকে মোট ৩৯৫ জন মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশরা নিয়মিতভাবে ভাতা উত্তোলন করছেন।

সরকারি ‘বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেম’-এও সুজন তালুকদারকে মৃত দেখানো হয়েছে। তার মুক্তিযোদ্ধা নম্বর : ০১১৩০০০১৬০২ এবং গেজেট নম্বর : ৫৫। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে জীবিত আছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়