বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:৩৫

৬ দিনের সফরে ছারছীনার পীর ছাহেব চাঁদপুরে

৬ দিনের সফরে ছারছীনার পীর ছাহেব চাঁদপুরে
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাদ্দা জিল্লহুল আলী) ৬ দিনের সফরে চাঁদপুরে আসছেন। পীর ছাহেবের আগমন উপলক্ষে চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার (৭ মে ২০২৫) হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আসর, ৮মে বৃহস্পতিবার ফরিদগঞ্জ নয়াহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠে বাদ জোহর, ৯ মে শুক্রবার ফরিদগঞ্জ গল্লাক বাজার ঈদগাহ ময়দানে বাদ জুমা, ১০মে শনিবার চাঁদপুর শহরের বিটি রোডস্থ রঙ্গেরগাঁও দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা প্রাঙ্গণে বাদ আসর, ১১মে রোববার হাজীগঞ্জ প্যারাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আসর, ১২ মে সোমবার শাহরাস্তি একাতড়ী দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা মাঠে বাদ আসর থেকে ওয়াজ ও দোয়ার মাহফিল এবং জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া পীর ছাহেব চাঁদপুর জেলার ৩২টি দীনিয়া মাদ্রাসার খোঁজ খবর নেবেন, তরিকতের ছবক প্রদান করবেন এবং প্রত্যেক উপজেলার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও তালীম সম্পাদকগণের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে।

জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন এবং ওয়াজ ও দোয়ার মাহফিল সফল করার লক্ষ্যে ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত বৃহত্তর অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ এবং আইয়াম্মায়ে হিযবুল্লাহর চাঁদপুর জেলার সকল উপজেলা নেতৃবৃন্দকে উপস্থিত হতে এবং দ্বীনদার মুসলমান ভাইদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাও. মো. মমিনুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়