বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৯:৪২

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ

নয়া সভাপতির আগমনের খবরে সটকে পড়লেন অধ্যক্ষ

নয়া সভাপতির আগমনের খবরে সটকে পড়লেন অধ্যক্ষ
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের কলেজে আগমনের সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রাণী সাহা কলেজ ছেড়ে সটকে পড়ার খবর পাওয়া গেছে। বুধবার (৭ মে ২০২৫) এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রাণী সাহার মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

জানা গেছে, গত ২৪ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার (স্মারক নং- ওঘঝঙ২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৬৭৩৮ ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাবেক সভাপতি ডা. আনোয়ায়ার হকের পরিবর্তে লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি দেন। সে অনুযায়ী বুধবার (৭ মে ২০২৫) সকালে কলেজের নতুন সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ কলেজে আসেন। নয়া সভাপতির কলেজে আসার সংবাদ শুনে মাত্র ১০মিনিট পূর্বে তড়িঘড়ি করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রাণী সাহা সটকে পড়েন।

এদিকে কলেজে এসে অধ্যক্ষের রুম তালাবদ্ধ দেখে নয়া সভাপতি শিক্ষক মিলনায়তনে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি।

কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারি দেলোয়ার হোসেন জানান, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজের নতুন সভাপতি যে নিযুক্ত হয়েছেন এটা তারা এইমাত্র শুনেছেন। অধ্যক্ষ তাদের এ বিষয়ে কিছুই জানাননি। তিনি জরুরি কাজে কিছুক্ষণ পূর্বে বাইরে গিয়েছেন বলে আমরা শুনেছি।

কলেজের সাবেক অভিভাবক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান জানান, সাবেক এমপি হিসেবে নয়, লায়ন মো. হারুনুর রশিদ আজ কলেজে এসেছেন নয়া কমিটির সভাপতি হিসেবে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর আসার কথা শুনে পালিয়ে গেছেন।

এ বিষয়ে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, আমি কলেজের সভাপতি হিসেবে চিঠি গত ২৪ এপ্রিল পেয়েছি। অনলাইনে তাৎক্ষণিক এবং ডাকযোগে এতোদিনে সেই চিঠি অধ্যক্ষ পেয়েছেন নিশ্চিত। কিন্তু বুধবার সকালে কলেজে এসে জানলাম কেউই এ বিষয়ে জানেন না, যা দুঃখজনক। অধ্যক্ষ কাজটি ঠিক করেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়